আলোকিত মানুষ চাই - লিখেছেন - বজলুর রায়হান
যারা ভালোবাসে ফুল পাখি নদী- শ্যামল সবুজ
ভালোবাসে সুনীল সাগর, পাহাড়, গিরি ও ঝরণাধারা
ভালোবাসে শিশুর সরল হাসি, অমল আকাশ, চাঁদ-তারা
খুশি মনে বলো যদি তাদের কাছেই যাবো
যারা ফুলের সুবাস ছড়ায় পরম মমতায়
পাখির সুকন্ঠী সুর শুনে মুগ্ধ হয় যারা
নদীর বিরতিহীন ছুটে চলা দেখে
নিজেকে নদীর মতো মনে করে যারা
তাদের অনেক ভালোবাসি
তাদেরই খুব ভালোবাসা যায়
ইচ্ছে হয় জীবনভর তাদের কাছেই থাকি
তাদের প্রতিরূপ ছায়া হয়ে মায়ায় জড়িয়ে রাখি
আলোকিত মানুষের কাছে থাকি যেন
তাদের ছড়ানো আলোয় সমাজ সংসার
আলোকিত, বিকশিত, সুসংহত হয়
তাদের সঙ্গে মিশে মানুষ অনেক মানবিক হয়।
+লেখক: বজলুর রায়হান
উপদেষ্টা সম্পাদক, টাইম ওয়াচ
সেলফোন: ০১৭১৮ ৩৩ ১১ ৪৮, ০১৫৫২ ৩৮ ০২ ৮৩
ই-মেইল: takrimrahil2016@gmail.com