খুব সকালে এই শহরে

হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে

সূর্য ঢাকে মেঘের ফাঁকে

বৃষ্টিস্নানে নগর মাতে

ঘুম ভেঙে যায় হঠাৎ করে

নিদ্রাবিহীন আঁধার ঘরে

কোনো এক শ্রাবণে



অমন অমন সকাল বেলা

আধো স্বপন জাগরণে

হঠাৎ করে ঘুম ভেঙে যায়,

অতীত স্মৃতি ভাসে কোণে।

বৃষ্টি বড় ভালোই লাগে,

অতীত কথা রোমন্থনে।


 


 


+লেখক: ফাহিম আজমল

ঢাকা কলেজ এর এইচএসসি পরীক্ষার্থী, ভালোবাসে ক্রিকেট খেলতে। এছাড়াও পড়তে, পড়াতে, শিখতে, লিখতে।


ফেসবুক আইডি:আইডি লিংক