মাতৃভূমির কবিতা : মাহমুদ দারবিশ
ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশ সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের কাছে সুপরিচিত নাম। ইসরায়েলী দখলদারিত্বের শিকার হয়ে, নিজ মাতৃভূমিতে ছিলেন "অবৈধ অভিবাসী" পরিচয়ে। তার জীবনের গল্প এবং কবিতাগুলো ফিলিস্তিনসহ সারা পৃথিবীর মুক্তিযোদ্ধাদের জন্য অনুপ্রেরণা। ১৯৪২ সালে জন্ম নেয়া এই মহান কবির জীবনাবসান হয় ২০০৮ সালের ৬ই আগস্ট।
আরও পড়ুনঃ মাহমুদ দারবিশের কবিতা: আমি সেখান থেকে এসেছি
কবি এবং কবিতা সম্পর্কে তিনি একবার বলেছিলেন,"আমি ভেবেছিলাম কবিতা সব কিছু পরিবর্তন করতে পারে, ইতিহাস পাল্টে দিতে পারে, আমাদের মানবিক করতে পারে। আর আমি মনে করি এই গভীর মায়ার জন্যই কবিরা কবি হন এবং বিশ্বাস করতে শেখেন। কিন্তু এখন আমি মনে করি, কবিতা শুধুমাত্র কবিকেই পরিবর্তন করতে পারে"
....................................
আরবি থেকে ইংরেজিতে অনূদিত কবিতাটি (Poem Of The Land) পড়েছি পোয়েম হান্টার ডট কমে।
ছবি: https://www.flickr.com/photos/vincenzopisani/7992864795