অদৃশ্য শিকল - লিখেছেন - সোহাগ হাওলাদার
এই মেঘাচ্ছন্ন বিকাল এবং বৃষ্টিভেজা প্রকৃতি আমি উপভোগ করতে পারছি না।
কারণ আজ আমি স্বাধীন দেশের পরাধীন নাগরিক হয়ে গেছি ,,,এই পরাধীনতা আমি স্বেচ্ছায় বরণ করে নিয়েছি ,,,
পড়ন্ত বিকেল, উত্তপ্ত দুপুর, শিশিরে ভেজা সকাল হয়তো আবার ফিরে পাব, শুধু সময়ের অপেক্ষা..
সেই প্রকৃতি উপভোগ করার জন্যই আজ আমি বন্দী।
হ্যা আজ আমি অদৃশ্য শিকলে বন্দী।
না, কেউ আমাকে বেঁধে রাখেনি।
আমি পৃথিবীতে আরও কিছুদিন থাকতে চাই।
এই অপূর্ণ জীবনকে আমি পরিপূর্ণ করতে চাই।
এই ব্যস্ত শহরের ক্যানভাসে তোমাকে নিয়ে ছবি আঁকতে চাই।
চৈত্র মাসের নোনা জলে তোমাকে নিয়ে ডুব সাঁতার দিতে চাই।
তোমার শাড়ির আঁচল ভিজিয়ে আলপনা আঁকা যে এখনও বাকি।
কোনো এক বৃষ্টিমুখর দিনে অপরাহ্নের বেলায় তোমাকে নিয়ে বৃষ্টিতে ভেজা এখনও বাকি।
জীবনানন্দের কাব্য হাতে তুলে-
বারান্দায় দাঁড়িয়ে এক কাপ চায়ে চুমুক দিয়ে হৃদয়ের কথা ব্যক্ত করা যে এখনও বাকি..
হে প্রিয়তমা, এই ব্যস্ত শহরে তোমাকে নিয়ে হারিয়ে যাওয়া এখনও বাকি।
আমি আমাকে এসব থেকে বঞ্চিত করতে চাই না।
আমি আমার জীবনকে অপূর্ণ রাখতে চাই না।
তাই আমি আজ বন্দী ।
হ্যা আজ আমি স্বেচ্ছায় অদৃশ্য শিকলে বন্দী।
+লেখক: সোহাগ হাওলাদার
বর্ডার গার্ড পাবলিক স্কুল, যশোর। একাকিত্ব তার একমাত্র সঙ্গী।
ফেসবুক আইডি:আইডি লিংক