আমাদের স্বপ্ন ছিলো!


আমাদের ইচ্ছে ছিলো!


সময় অসময় এ কল দেওয়ার ইচ্ছা ছিলো!!


আকাশ ভর্তি মেঘ দেখার ও ইচ্ছে ছিল,


মেঘ তো বিনে পয়সায় দেখা যায়!


তাহলে?


লীলাবতী-র নাকি এতেও বাধা ছিলো!


সীমাবদ্ধতা ছিলো!


এ শহরের লীলাবতী-রা ভয় পায়!


আচ্ছা, প্ল্যান করে কি প্রেম হয়?


প্ল্যান করে পড়ালেখা হয়,আড্ডা হয়,বিয়ে হয়!!


তা বলে কি প্রেম সম্ভব??


এখানের লীলাবতী -রা শুধু কথা দেয়!


তারা বলে তাকে সময় দিবে, তারা বলে তার সাথে সময় কাটাবে!


তাদের এ কথা টুকু মোবাইল ডাটা অফ করা পর্যন্তই সীমাবদ্ধ!


আচ্ছা সীমাবদ্ধতা -র মাঝে কি প্রেম হয়?


লীলাবতী-রা বুঝতে পারে না!


তারা কখনো বোঝার চেষ্টা করে নি!




+লেখক: যায়িদ মুহাম্মদ সামি

অতি ক্ষুদ্র এক পাঠক। বদ্ধতা থেকে বেড়িয়ে আসার আপ্রান চেষ্টা চালিয়ে যাওয়াই আপাতত লক্ষ হয়ে দারিয়েছে!

ফেসবুক আইডি:আইডি লিংক