ছন্দে ছন্দে প্রেম - লিখেছেন - ফুয়াদ আহমদ রাফি
টিএসসির এই ধুলোবালি,যতসব রিকশা, গাড়ি; গাছপালা, মানুষের হাঁটাচলা-সবাই সাক্ষী;
আমার একান্ত মনোযোগ শুধুই আমার অপরাজিতার দিকে।
সে আমার পাশে বসে আছে। যেন পৃথিবীর এই মোহ ছেড়ে স্বর্গে চলে এসেছি। আমার হুরের দিকে তাকিয়ে আছি।
এই দুনিয়াই তো স্বর্গ যদি থাকে সে থাকে কাছাকাছি।
হঠাৎ হাতটা ধরে জিজ্ঞেস করে সে, "কি কবি! আজ কোনো কবিতা নেই কেনো?"
তার চোখে চোখ রেখে, এ ধরাকে ধূলিস্মাৎ করে, কবি বলে উঠে,
"কবির কবিতা আজ ফিকে হয়ে গেছে,
এক হুর এসে কবির কবিতা নিয়ে গেছে"
সে বলে উঠে, "বাহ! বেশ ভালো। কিন্তু মাত্র দু'লাইন?"
আবৃত্তি করে বলে সে, "দু'লাইনে কি কবিতা হয়?"
প্রতি পরমাণু-মুহূর্ত সময়ে, তার প্রতি অসীম মহাকাশ অনুভবে কবিও করে ছন্দ মিলায়,
"অনুভূতি তো দু'শব্দেও মহাকাশময়"
তারপর দু'জন উঠে দাঁড়িয়ে, চোখে রাখে চোখ, বলে উঠে একসাথে,
"অনুভূতি তো দু'শব্দেও মহাকাশময়"