চন্দ্রপ্রেম - লিখেছেন - দূর্জয় অধিকারী শুভ
গভীর রাতে যখন নিস্তব্ধ আকাশে আলোর পুন্জ্ঞীভূত চাঁদের দিকে তাকিয়ে থাকি,তখন মনেহয় চাঁদটি আমাকে হাতছানি দিয়ে ডাকছে। চাঁদের অদৃশ্য মুখমন্ডল আমার কাছে দৃশ্যমান হয়। তার ছলছল করা চোখদুটি যেন শুধু আমায় দেখছে। সেই সময়ের জন্য মনে হয় সে বুঝি আমার জন্যই সৃষ্ট। আমার জন্যই বোধহয় সে প্রতিনিয়ত রাত জেগে বসে থাকে। রাত যতই গভীর হয়, তার ছলছল করা চোখদুটির ছলছলে ভাব যেন ক্রমশ বেড়েই যাচ্ছে। আমাকে পাওয়ার প্রবল আকাঙখা যেন তাকে প্রতিরাতে অকাশে পাঠায়। তারদিকে আমার একপলক দৃষ্টির জন্য সে যেন প্রতিরাতে অপেক্ষা করে থাকে।তার করুণাময়ী চোখ দ্বারা সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে।আমি যদি আরেকটি চাঁদ হতাম তাহলে সে আমার দিকে তাকিয়ে থাকত অনন্তকালের জন্য। রাতের কালো অন্ধকার যখন ধীরেধীরে নিষ্ঠুর সূর্য গ্রাস করে নেয়,আমাকে হারানোর প্রবল আশংকায় তার মমতাময়ী চোখদুটি যেন আরো বেশি ছলছল করে ওঠে। কোনো একসময় তার ছলছলে চোখদুটি,তার দৃশ্যমান মুখমন্ডল যখন আমার কাছে অদৃশ্য হয়ে যায়,তখন তাকে আমার খুব নিষ্ঠুর মনে হয়। এভাবে আমাকে ছেড়ে সে যেতে পারলো! তখন আকাশের কোনো এক প্রান্ত থেকে তার বার্তা আমার কানে প্রতিধ্বনির রূপ নেয়-
"ওগো, জন্মেছি আমি তোমার কারণে, মরতে পারি কি আমি তোমায় ছেড়ে!"
+লেখক: দূর্জয় অধিকারী শুভ
পড়ছেন হাবিপ্রবিতে তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশলে
নিজেকে খোঁজাতে ব্যাস্ত।
ফেসবুক আইডি:আইডি লিংক