আমি সশস্ত্র বিপ্লব চাই না

যেখানে বোমা, গোলা বারুদে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত লাল হয় পৃথিবী রাজপথ।


তবে আমি বিপ্লব চাই

আমি বিপ্লব চাই হারমোনিকা, তুলি আর কলম দিয়ে

যে হারমোনিকার সূক্ষ্ম শব্দে দক্ষিণ মেরুর বফরের মত গলতে শুরু করবে ইসরাইলের সৈন্যদের হৃদয়।

যে শব্দে নাগাসাকির দিকে ধেয়ে আসা বোমার খোলসেও আছড় কাটবে মায়া।


আমি তুলির আঁচড়ে লাল করে দিতে চাই পুঁজিবাদীদের বুক

যে লাল বুকে জাপানি সৈন্যদের মত বুকের ভিতরে লুকিয়ে থাকবে না ঘৃণা।

শুধু থাকবে সদ্যজাত সন্তানের প্রতি মায়ের ভালোবাসার মত অবিরাম ভালোবাসা।

যে ভালোবাসার প্রত্যাশা করবে হিন্দু, মুসলিম, শিখ, কালো, সাদা, চন্ডাল, ক্ষত্রীয় সবাই।


আমি কলম দিয়ে বিপ্লবীদের বুকে কবিতা লিখতে চাই

যে কবিতায় থাকবে বিশ্বপ্রেম, জাতি প্রেম, যার টানে দামোদর পার হতে দ্বিধা করবে না আমার মত সাতার না পারা  মানুষও।


এভাবেই আমি আমার মত রক্তপাতহীন বিপ্লব চেয়েছি বারে বার, চিৎকার করেছি আর্তনাদে,

কিন্তু পৃথিবী কি কখনো এক গরীব দেশের অনাহারে গুলিবিদ্ধ শিশুর চিৎকার শুনেছিল কোন কালে?  


+লেখক: জায়েদ সানি

জন্মের পর থেকেই সুইসাইডাল। তবে বন্ধুদের ভালোবাসি বলে হয়তো কোনো দিনই আত্নহত্যা করা হয়ে উঠবে না।  

ফেসবুক লিংকঃআইডি লিংক