বাংলাদেশীদের অনেকেই নীলগাই প্রাণীটির সাথে চিড়িয়াখানা বা পাঠ্যবইয়ের সূত্রে পরিচিত। আমাদের বন থেকে প্রাণীটি হারিয়ে যেতে বসলেও, সুদূর আমেরিকার টেক্সাসে ত্রিশ হাজারের বেশি বন্য নীলগাই আছে।

১৯২৪ সালে শিকারের জন্য লালন পালন করতে, আমেরিকায় প্রথমবারের মতো নীলগাই নেয়া হয়েছিলো। বর্তমানে এদের সেখানে এত বংশ বিস্তার হয়েছে যে, IUCN red list এ নীলগাইকে least concern species ঘোষণা দেয়া হয়েছে। তবে আমাদের এদিকে প্রাণীটি হারিয়ে যেতে বসেছে বলে, এখানে এর শিকার নিষিদ্ধ।


পশ্চিমে ধনুক-বন্দুক দিয়ে প্রাণীদের শিকার করা অনেক জনপ্রিয় একটি খেলা। তবে এসব কখনোই আমাদের মতো, অবাধ অনিয়ন্ত্রিত শিকার নয়। সরকার, পরিবেশবাদী এবং বিভিন্ন শিকারীদের সংস্থা শিকারে পরিণত প্রাণীগুলোর তথ্য উপাত্ত তৈরি রাখে, এবং তাদের সঠিক বংশ বিস্তারের দিয়ে নজর রাখে। আর এ শিকারগুলো টাকা দিয়ে করতে হয়। যেই টাকাটা ব্যয় হয় রেন্জ মালিক, পরিবেশ এবং প্রাণীদের বংশবিস্তারের কল্যাণে।




তবে টেক্সাসের নীলগাইয়ের ব্যাপারটি ভিন্ন। সেখানে এর ভালো বংশবিস্তার হওয়ায় স্থানীয় লোকজনের একে নিয়ে তেমন মাথাব্যথা নেই। একটি ভালো আকারের নীলগাই শিকারের জন্য আপনার শুধু লাগবে একটি হান্টিং লাইসেন্স আর ২০০০-৩০০০ ডলার।