অপেক্ষা - লিখেছেন - গাজী ওয়াসিফ হুদা উমিদ
আজ এই মিষ্টি বিকালে অপেক্ষায় আছি শুধু তোমারই জন্য
তোমাকে পাওয়ার জন্যে রৌদ্দুর দুপুরে, মনোরম পরিবেশে আজীবন অপেক্ষা করে গেছি কবে আসবে তুমি,
কবে আসবে।
তোমারই চিন্তায় ডুবে ভেবেছি এইতো আসবে এইতো
রাত- দিন, বছরের পর বছর হয়ে গেল
কিন্তু আসলে না তুমি, বুঝলেনা তুমি।
তুমি নেই বলে জীবনে সুখ খুঁজে পাচ্ছি না
জীবন শুন্য হয়ে, মনে বিষন্নতায় পূর্ণ হয়ে গেছে।
আর ভালোলাগে না। আর না
আর কতোদিন কতোদিন অপেক্ষায় থাকব
কবে তুমি এসে জীবনটাকে পূর্ণতা দিবে, মনে বিষন্নতায় প্রদীপ জ্বালাবে।
অপেক্ষায় রয়ে গেলাম তোমার ই জন্যে
অপেক্ষায় রয়ে গেলাম।
+লেখক: গাজী ওয়াসিফ হুদা উমিদ
বিতর্ক করতে ভালোবাসি।এর পাশাপাশি অনেক গান করি, গান লিখি, কবিতা লিখি,গল্প লিখি, ক্রিকেট খেলতাম, পড়া লেখা করছি,হালকা গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করছি।