করোনার আগুন - লিখেছেন - কাজী তাহমিনা রেবা
করোনার আগুন চারিদিকে
কোথায় পালাবে? চারিদিকে চিন্তিত মানুষের ঢল।
চাঁদটাকে শুধু সুখী মনে হয়
চাঁদের হাসিমাখা মুখ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলি।
জীবনের অধ্যায় দুটি– জন্ম-মৃত্যু
ক্ষণিক জীবন নিয়ে আমাদের কী খেলা বেলা–সারাবেলা।
চারিদিকে আতংকিত আগুন নিঃশ্বাস
বৈরীবান্ধব পরিবেশে পাখিরা শঙ্কিত
হতবিহ্বল মানুষ কি করবে?
ভাবনারা আজ পালায়, ভাবনার চোখ টলমল।
রাঙা বধূটির হাতে পায়ে নেই মেহেদি-আলতা,
কর্মউদ্দীপনা নেই আছে কর্মবিমুখতা।
ভাগ্যের পরিহাসে কত স্বজন গত হয়েছে
অবিরত নয়নের সিক্ত জলে
বিদায় জানিয়েছি অবিরল চাহনিতে।
স্বজন হারানোর বেদনা অবিরল অশ্রুধারা
সেই সোনামুখগুলো চলে গেছে
আমরাও একদিন চলে যাব,
বিধাতার ডাকের অপেক্ষায়রত
একদিন ভঙ্গুর পৃথিবীর মায়া ভেঙে চলে যেতে হবে।
সর্বশক্তিমান আল্লাহ্র আদেশ নিষেধ পালনকরা
এটাই হবে আমাদের জীবন গতিধারা।
+লেখক: কাজী তাহমিনা রেবা,
পুরানবাজার, মাদারীপুর। মানুষের জীবন আনন্দ-বেদনার সংমিশ্রণ, এই ক্ষণিকের জীবনে সুন্দর সময়ের খোঁজে কবিতা লিখি।
ই-মেইল:kazi.reba12@gmail.com