সাদা ফুল - লিখেছেন - বিভা পোদ্দার
হঠাৎ বাতাসে একটা ছোট্ট ফুল এসে পড়ল
ফুলটা সাদা রঙের সাথে একটু লালচে আভা
এমন ফুল তো দেখিনি আগে
ঠিক যেন ভোরবেলায় প্রথম সূর্যদর্শন
কত রাত স্বপ্নে ফুলটা খুঁজেছি
কিন্তু আর কখনো স্বপ্ন ই দেখিনি
স্বপ্ন দেখতে কী লাগে?
ঘুম লাগে সখা ঘুম!
আমি তো ঘুম বেঁচে দিয়েছি এক নাবিককে
যার বান্ধবীর নাকে ছিল একটা মাত্র তিল
ভূমধ্যসাগর পাড়ি দিতে দিতে
সে ই কী তবে হাওয়ায় করে পাঠালে ফুল?
কবি কি এই ফুলের কথাই বলেছিলে!
মিষ্টিগন্ধ, একটু খানি মধু আর অবাক করা হাসি
ফুলটা দেখেই অবশেষে ফুটল মুখে খুশি!