মিথ্যে মায়াজাল - লিখেছেন - আরভান জিদান
আমার এই ভালবাসা ছিল পবিত্র এক ফুলের মতো।
কিন্তু সেই পবিত্র ভালবাসাটাকে তুমি বুঝোনি।
ছুটেছো তুমি মরিচিকার পেছনে যেখানে মিথ্যে আনন্দ ছাড়া কিছু মিলেনি।
তোমাকে ভালোবেসেছিলাম নিজের থেকেও বেশি,
তাও তুমি উপলব্ধি করতে পারোনি।
তোমার প্রতি গভীর ভালবাসার জন্যে
হয়তো আমার দৃষ্টি শক্তি কম ছিল,
কিন্তু তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো,
আমি পুরোটাই অন্ধ ছিলাম যে তোমার মিথ্যে মায়াটাও বুঝতে পারিনি।
ইচ্ছে ছিল আমাদের ভালবাসাটা হবে সীমাহীন ভালোবাসা,
কিন্তু বুঝতে পারলাম এটা এক অসমাপ্ত প্রেমের গল্প-
যার এক দিকে ছিল আমার অপার ভালবাসা আর,
অন্যদিকে
তোমার মিথ্যে মায়াজাল।
জানিনা তুমি আজ কত দূর কোন সে পথ পেরিয়ে।
কাছ থেকে নাই বা পারলাম ভালোবাসতে, তাতে কি?
দূর থেকে তোমার জন্য আমার ভালবাসাটা আগের মতোই থাকবে।
আমার এই জীবন কাব্যের শেষ পাতায় লিখে রাখবো গল্পটা তোমারি।
ভালো থাকুক ভালোবাসা তার ভালবাসার মানুষের পাশে
তোমার জন্য আমার ভালোবাসা আর স্মৃতি জমে থাকুক বুকের বা পাশে।