খুব করে মন খারাপে কিংবা
খুব বেশি মন ভালো হলে

সোডিয়াম বা নিয়ন আলোতে,

কালো সিল্ক চুল এলো করে,

কাঁধের দু'ধারে কালো ওড়নাটা ছেড়ে দিয়ে


মুঠো ভরে কালো কাঁচের চুড়ি পড়ে,

কাজলে চোখ কালো করে মুক্ত আকাশে রবো চেয়ে।



অথবা

আলোকহীন এ কালো প্রীচে

তিমিরাচ্ছন্নে নিজেকে জাপটিয়ে,

হাঁটবো খানিক ধরে।



অথচ

ভাবনা থাকবে না কোনো!



না থাকে যেনো

নির্যাতিত বা ধর্ষিতা হওয়ার ভয়। 

বাড়ি যেতে হবে,বাড়ি যেতে হবে,

এ ব্যস্ততা ও যেনো না হয়!



হোক না সকাল মাঝ রাস্তায়।

বছরের পর বছর আমারই তো মানাতে হয়। 

দু'একটা দিনই তো.... তুমিও মানিয়ে নিও না হয়!


এটা নারী মনের কথা;

ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা।

একটু বুঝে নিও আমায়?


কখনও বা তুমিও পাশে থেকো না হয়, 

কালো পাঞ্জাবী পড়ে, আমার হাতটি ধরে…


লেখক: কাহফি রুবাইয়াৎ এরিন
এইচ.এস.সি পরীক্ষার্থী। ঝড়ের পূর্ব হাওয়া আর রাতের রাস্তায় - জোৎস্না মেখে হাঁটতে ভালোবাসেন।