তুমি যদি বেছে নাও রাত

তবে নেশায় যদিও না হও

আবেগ তোমাকে করবে মাত্।


সূর্যটা আর উঠবেনা জেগে,

কোকিলটার গান আর শুনবেনা রাগে।

চাঁদ টাই শুধু দেবে উঁকি,

ওমা! তা আবার হয় নাকি।


ঘাসপোকা গুলো থাকবে গুটিয়ে

প্রেমিক প্রেমিকেরা প্রেম করবে চুটিয়ে।

পোষাপাখিটা হলুদাভ আধার মেখে,

আশায় থাকবে দিন ঘড়িটার দিকে।



পৃথিবী থাকবে ঘুমায়,

স্বপ্নগুলো যাবে কোনো দূর অজানায়।

সব প্রাণী হয়ে যাবে নিথর,

আর বিশ্বটা হবে এক শিহরিত পাথর।  


+লেখক: হিল্লোল রায় ডেভিড।

হাবিপ্রবি রসায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। গান করতে, গিটার বাজাতে আর লিখতে ভালোবাসেন  


ফেসবুক প্রোফাইল:আইডি লিংক